Skip to content

Latest commit

 

History

History
28 lines (22 loc) · 4.08 KB

README.md

File metadata and controls

28 lines (22 loc) · 4.08 KB

Ki Koro - কি করো - Answer Machine

enter image description here

ইতিহাসঃ (কিভাবে প্রোজেক্ট শুরু হলো)

নিজের চ্যাট হিস্টরি ঘেটে দেখলাম মোটামুটি ১০০+ মানুষের সাথে "কি করো" এই প্রশ্নের বিনিময় হয়েছে। এবং প্রতিবার প্রায় একই উত্তর পেতে পেতে এবং দিতে দিতে আমি বিরক্ত। চেষ্টা করে দেখলাম আসলে ইনোভেটিভ কিছু বলার ও পাচ্ছি না। আমার ধারনা কোটি কোটি মানুষ এই একই জিনিশ ফেস করে প্রতি মুহুর্তে। তখন মাথায় আসলো, একটা প্রোগ্রাম তৈরি করা যাক যা এই মহা মুল্যবান "কি করো" প্রশ্নের র‍্যান্ডম উত্তর জেনেরেট করবে।

**টেকনোলজি **

যারা এই রকম টেক রিলেটেড কাজ করেন তাদের মাথায় হয়তো শুরুতেই "মেশিন লার্নিং", "আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স" এই গুলা চলে আসছে। ভাই থামেন, এইগুলা আমার দ্বারা হওয়ার কাজ না। তাই আমি সিম্পল চিন্তা করলাম। সাধারন একটা জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম যেটা নির্দিস্ট উত্তর এর অ্যারে থেকে র‍্যান্ডমলি একটা একটা উত্তর জেনেরেট করবে।

ডাটা সংগ্রহ

সোশ্যাল মিডিয়ায় নিজের ইনবক্স এবং বিভিন্ন গ্রুপে পোষ্ট করে আমি উত্তর গুলো সংগ্রহ করেছি। কিছু অসাধারন মানুষ আমাকে উত্তর দিয়ে সহয়তা করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ । প্রতিটি উত্তরের সাথে "কোডের ভিতরে" উত্তর দাতার নাম ক্রেডিট হিসেবে দিয়েছি আমি। পাশাপাশি কিছু মানুষ আমাকে "আজাইরা / লেইম / ফাউল " ইত্যাদি নানা রকম উপাধি দিয়েছেন। তাদের কাছেও আমি কৃতজ্ঞ। আপনারা গালিগালাজ না করলে প্রোজেক্টটা কন্টিনিউ করার জিদটা আসতো না। ✌😎

অংশগ্রহন

  • যদি আপনি ডেভেলপার হনঃ গিট রিপোটা ক্লোন করে যে কোনো এডিট কিংবা নতুন উত্তর অ্যাড করে "pull request" সেন্ড করে দিলেই হবে।

  • যদি আপনি নতুন উত্তর অ্যাড করতে চানঃ এই ফর্ম এ গিয়ে আপনার উত্তর লিখে সাবমিট করতে পারেন। আমি আপডেট করে দিবো। https://forms.gle/dDUWgEaFfuKMvPsf6 অথবা আপনার মতামত ও জানাতে পারেন একই ফর্মে।